ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

পুঁজিবাজারে আইপিওর অনুমোদন পেল ক্রাফটসম্যান ফুটওয়্যার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

দেশের পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের (আইপিওর) অনুমোদন পেলো জুতা এবং চামড়াজাত পণ্য উৎপাদক ও রপ্তানিকারক কোম্পানি ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেড। গত (১৪ ফেব্রুয়ারি) এসএমই বোর্ডে তালিকাভূক্ত হওয়ার জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর সভায় এই অনুমোদন দেয়া হয়। 

১০ টাকা মূল্যমানের ৫০ লাখ শেয়ার অফলোড করে শেয়ার বাজার থেকে ৫ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে ক্রাফটসম্যানের। ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে গ্রীন ডেল্টা ক্যাপিটাল। শেয়ার বাজার থেকে সংগৃহীত অর্থের মধ্যে ভারসাম্য রক্ষা, আধুনিকীকরণ, পুনর্বাসন ও সম্প্রসারণে (বিএমআরই) ২ কোটি, ব্যাংক ঋণ পরিশোধে ১ কোটি, কার্যকর মূলধনের ব্যবস্থাপনায় ১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ২০৭ এবং আইকিউআইও (ইনিশিয়াল কোয়ালিফাইড ইনভেস্টর অফার) সম্পর্কিত খাতে ৪৫ লাখ ১৯ হাজার ৭৯৩ টাকা ব্যয় করা হবে।   

গাজীপুরের শ্রীপুরে কোম্পানিটির নিজস্ব কারখানায় শৈল্পিকভাবে জুতা তৈরির জন্য বিশ্বখ্যাত ইতালিসহ বিভিন্ন দেশ থেকে প্রিমিয়াম মেশিন এনে স্থাপন করা হয়েছে। উন্নতমানের চামড়াজাত পণ্য উৎপাদনের জন্য ইতালি, জার্মানি ও চীনের প্রযুক্তিগত সহায়তা নিচ্ছে কোম্পানিটি। বাংলাদেশ ছাড়াও ইতালি ও চীনের সেরা এবং অভিজ্ঞ ডিজাইনাররা বাজারের চাহিদা অনুযায়ী আর্ন্তজাতিকমানসম্পন্ন জুতার নকশা করছেন। এশিয়ার অন্যতম সেরা কয়েকটি অনুমোদিত ট্যানারি থেকে প্রতিষ্ঠানটি জুতা তৈরির চামড়া সংগ্রহ করে থাকে।

মাত্র ৩৫ জন কর্মী নিয়ে শুরু করা এই কোম্পানিটিতে বর্তমানে প্রায় এক লাখ বর্গফুটের একটি কারখানায় প্রায় ৮০০’র বেশি কর্মকর্তা ও কর্মচারী কাজ করছেন। এখানে এই কারখানা থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ জোড়া জুতা রপ্তানি করা হয়েছে। প্রতিষ্ঠানটির গ্রাহক তালিকায় রয়েছে বাটা, হাশ পাপিস, ওন স্প্রিন্ট, ক্লনডিকে, টাটা ইতালিয়া, এএম শো কোম্পানি, ইউনিট, ফাইন বয়েজ, প্রাইম্যাডোনা, স্টিভ ম্যাডেন, পেস, সি রেনি, বক্স, ম্যাক্স হ্যারিস, লরেঞ্জো, ফিফথ এভিনিউ, ভেনেজিয়া, প্যারাটো, এক্সিলেন্ট, ডাশা এবং গ্লাউডিও কন্টির মত বিশ্বের নামকরা সব কোম্পানি। 

ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেডের এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কোয়ালিটি ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন প্রাইভেট লিমিটেডের স্বীকৃতি পেয়েছে।

কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন সেলিম বলেন, আমরা এরইমধ্যে নানা ধরণের উদ্যোগ নিয়েছি। উৎপাদন প্রক্রিয়ায় সক্ষমতা আরো কার্যকরভাবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রতি ঘন্টায় ৭৫-৮০ জোড়া জুতা উৎপাদন হচ্ছে, যা শিগগিরই বাড়িয়ে ৯০ জোড়ায় উন্নীত করা হবে। উৎপাদন ব্যয় কমিয়ে আনতে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধেই পুরো উৎপাদন প্রক্রিয়া এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সফটওয়্যারের সঙ্গে যুক্ত হবে। ফলে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ সহজ হবে। একইসঙ্গে কাঁচামাল সংগ্রহে অভ্যন্তরীণ উৎস বাড়ানো হচ্ছে। এতে আমদানি ব্যয় কমবে। নতুন বাজার খোঁজার কার্যক্রমও চলমান রয়েছে। বিদ্যমান বাজারের পাশাপাশি নতুন কয়েকটি দেশেও উৎপাদিত পণ্য রফতানির উদ্যোগ বাস্তবায়ণ করছে ক্রাফটসম্যান। গুণগতমানের কারণেই ক্রাফটসম্যানের উৎপাদিত পণ্যের চাহিদা রয়েছে।

কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি